sanvees by Tony কি আসলেই প্রতারক? নাকি অন্যরাও প্রতারণা করতেচে?
আপনি ক্রেতা বা বিক্রেতা যেই হোন না কেন কথাগুলো উপকারে আসবে।
sanvees by Tony পাকিস্তানী ড্রেস বলে গুলিস্তানের কাপড বিক্রি করতেচে। এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি বাংলাদেশে অনলাইন বা অফলাইনে 90% ব্যবসায়ী সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে।ভোক্তা অধিকার যদি তদন্ত করে 90% ব্যবসায়ীরা ধরা পরবে। অন্যদের কথা বাদ দিলাম শুধু বোরকা যারা বিক্রি করে তাদের কথায় বলি প্রমান সহকারে। বাংলাদেশের বেশির ভাগ মানুষের কাছে পরিচয় এমন অনেক আবায়া-বোরকার ব্রান্ডের কথা বলতে পারি যারা মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করতেচে। যাদের কাছে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি। আসুন কিছু প্রমান দেখায় বাংলাদেশের 90% অনলাইনে আবায়া যারা বিক্রি করে তারা মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত।
আমি দুবাইতে আবায়া – বোরকার কাজ করতেচি প্রায় 13 বছর। আবায়ার জগতে এমন কোন কাপড় নাই যা দিয়ে আমি আবায়া তৈরী করি নাই। ১৩ বছরের মধ্যে শুনি নাই দুবাই ছেরি কাপড নামে কোন কাপড় আছে। অথচ Facebook এ আসলে লাইভ, ভিডিও পোষ্টে একটা কাপড় লেখা দুবাই চেরি কাপড়। আর কাষ্টমার তাদের মুখের কথা শুনে বেশি দামে আবায়া অর্ডার করতেচে। এবার জেনে নিন চেরি কাপড়ের রহস্য। বাংলাদেশে দুই কোয়ালিটির চেরি কাপড় হয় দুইটা দুই কোয়ালিটি ভাল টাকে অর্জিনাল দুবাই চেরি কাপড় বলে বিক্রি করতে, আরও অবাক করার বিষয় দাবী করে দুবাই থেকে Import করা হয়ছে অথচ দুবাইতে চেরি কাপড় পাওয়া যায় না।
দ্বিতীয় প্রতারণা
দুবাই থেকে বাংলাদেশের নামীদামী অনেক বড় বড় আবায়া-বোরকার প্রতিষ্ঠান কাপড়, লেইচ Import করে থাকে যেগুলো সব Made In China কাপড়। অথচ সুন্দরী আপুরা মুখের রসালো কথায় বলে এগুলো সকল আনায়া দুবাই থেকে তৈরী করে আনা হয়ছে, এবং সব কোরিয়ান কাপড়। অথচ সত্যিটা হলো, তারা দুবাই থেকে চাইনা কাপড় Import করে বাংলাদেশে নিজস্ব কারখানায় আবায়া-বোরকা গুলো তৈরী করে আপনাদের মাঝে অর্জিনাল দুবাই পণ্য বলে বিক্রি করে।
আসলে দুষটা কাদের? যদি বলি আপনার আমার।
কেন জানেন, সুন্দরী আপুরা লাইভে এসে মিষ্টি কন্ঠে রসালো মুখে যখন সাজিয়ে মিথ্যা বলে সবার সাথে প্রতারণা করবে তা কখনো চিন্তা করি না। প্রোডাক্টের মূল্য বেশি হলেই ভালো মনে করি। দেশি পণ্য বললে কেউ কিনতে চাই না। বিদেশি বললে সবার ভালো লাগে। আর এই সুযোগটা নিয়ে প্রতিনিয়ত কাষ্টামারের সাথে প্রতারণা করে যাচ্ছে। বাংলাদেশে আবায়ার বড় ব্রান্ড গুলোর তথ্য নিয়ে দেখুন, সবাই sanvees by Tony মতো প্রতারণা করে যাচ্ছে। সবাই বাংলাদেশে বোরকা তৈরী করে দুবাইয়ের বলে বিক্রি করতেচে। বাংলাদেশর কাপড়কে দুবাইয়ের চেরি কাপড় বলে বিক্রি করে।
সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু সচেতন হোন। আপনি 100% নিশ্চিত থাকুন দুবাইতে চেরি কাপড় নামে কোন কাপড় নাই। আর বাংলাদেশের 90% সুন্দরী আপুরা লাইভে এসে বড় গলায় যারা বলে সবগুলো দুবাই থেকে আনা হয়ছে তাদের থেকে সাবধান থাকুন।
আমি এটা বলচি না সব আবায়া বোরকা বাংলাদেশে তৈরী করা হয়ছে, অনেক আপুরা দুবাইয়ের অর্জিনাল বোরকা বিক্রি করে। প্রোডাক্ট অর্ডার করার আগে একটু চিন্তা করে দেখুন কথা কতটুকু বিশ্বাস যোগ্য।
আমরা অনেকদিন বন্ধ রাখার পরে আবারও শুরু করতে যাচ্ছি বাংলাদেশ থেকে অর্ডার নেওয়া। আমাদের অনেক কাষ্টমার আছেন যারা আমাদের প্রতিনিয়ত মেসেজ করে যাচ্ছেন তাদের কথা চিন্তা করে, আপনাদের হাতে দুবাইয়ের প্রোডাক্ট পুচে দিতে আবারও অর্ডার নেওয়া শুরু করচি।
আমাদের কাছে বর্তমানে দুই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন একটা চাইনা কাপড়ের আরেকটা কোরিয়ান কাপড়ের।
অর্ডার করলে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করা হবে।
সমগ্র বাংলাদেশ ক্যাস-অন ডেলিভারি করা হবে।
আমাদের প্রোডাক্ট অর্ডার করতে এখনি ভিজিট করুন www.puresuq.com ওয়েবসাইটে
Facebook: PureSuq
আমরা বাংলাদেশে Online Abaya24 পেইজ থেকে 2016 সাল থেকে বিজনেস করে আসতেচি। বর্তমান আমরা বাংলাদেশ থেকে অর্ডার নেওয়া কমিয়ে দিয়েছে। কারণ হিসেবে বলতে পারি। আমরা Quality Abaya নামে পেইজ ও ওয়েবসাইটের মাধ্যমে Europe, USA, UK, Canada, Malaysia, Bahrain, Saudi সহ বিশ্বের সব দেশ থেকে Wholesale অর্ডার নিচ্ছি। এসব দেশ থেকে পেমেন্ট নেওয়া বা ডেলিভারি নিয়ে কোন জামেলায় পডতে হয় না বাংলাদেশের মতো। যা বাংলাদেশে করা অসম্ভব। বিদেশি কাষ্টমাররা কোন জিজ্ঞেসা ছাড়া ওয়েবসাইটে অর্ডার করে সম্পূর্ণ পেমেন্ট করে পেলে। পেমেন্ট নিয়ে কোন টেনশন করতে হয় না।